Cancel Policy
আপনি কোনো প্রোডাক্ট অর্ডার এর ৬০ মিনিটের মধ্যে ক্যান্সেল করতে পারবেন, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কোনোপ্রকার অর্ডার ক্যান্সেল হবেনা। এক্ষেত্রে Friday Shop আপনাকে ফুল পেমেন্ট রিফান্ড করবে।
নোটঃ যদি কোনো ফ্রী ডেলিভারি প্রোডাক্ট ৬০ মিনিটের পর ক্যান্সেল করেন, সেক্ষেত্রে আপনাকে ফুল ডেলিভারি ফি প্রদান করিতে হবে। আমাদের ডেলিভারি ফি, ঢাকার মধ্যে ৬০ টাকা এবং ঢাকার বাহিরে ১২০ টাকা।
Exchange Policy
প্রডাক্ট হাতে পাওয়ার পর যদি ফিজিক্যাল কোনো সমস্যা পান, সেক্ষেত্রে সেটি কোনো ডেলিভারি চার্জ ছাড়াই চেঞ্জ করে দেওয়া হবে।
শর্তসমূহঃ
Refund Policy
কোনো কারণে প্রোডাক্ট স্টক-আউট হয়ে গেলে বা নির্দিশট ডেলিভারি ডেট এর মধ্যে ডেলিভারি দিতে না পারলে, আপনাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।
Friday Shop যে কোনো সময়, এই পলিসি পরিবর্তন বা সংশোধনের অধিকার রাখে।